রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ কর্মকর্তা জানান, রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, মেয়র আতিককে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে পুলিশের তেজগাঁও বিভাগের একটি অফিসে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানো হবে।
উল্লেখ্য, আতিকুল ইসলাম মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। গত ১৯ আগস্ট তাকেসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার।