ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৫:৪৫ পিএম
ছবিঃ সংগ্রহীত
স্মার্ট সশস্ত্র বাহিনী গঠনে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে ভারতের সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন দেশটির বিমান বাহিনী প্রধান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারত সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি।
প্রধানমন্ত্রীর স্পিট রাইটার মো. নজরুল ইসলাম সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফ করেন।