শরিকদের ১০০ আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৩৩ এএম

শরিকদের ১০০ আসন ছেড়ে দেবে আওয়ামী লীগ

১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ওবায়দুল কাদের। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে প্রার্থী ঘোষণা করা হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ তথ্য জানান তিনি।

নির্বাচনে জোট করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জোটবদ্ধ হবে মানে তারা কারা কারা প্রার্থী, সেটা আমরা দেখি। আমাদের হাতে কিন্তু সময় আছে। আমরা যত কিছুই বলেছি, আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এর মধ্যে আমরা অবজার্ভ করব, মনিটর করব, অ্যাডজাস্ট করব, অ্যাকোমোডেট করব। যেখানে যেটা প্রয়োজন, সেটা আমরা করব। স্বতন্ত্র প্রার্থীর বিষয়টাও এরকম এবং ডামি ক্যান্ডিডেটের ব্যাপারেও বিষয়টা এরকম। ১৭ ডিসেম্বরের মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে।’

ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা প্রমাণ করে দিব নিরপেক্ষতার। এরপর দেশি বিদেশি নানা জল্পনা-কল্পনা, ষড়যন্ত্র বন্ধ হবে।

আওয়ামী লীগের রাজনীতি করে এমন প্রার্থীদের স্বতন্ত্র নির্বাচন ও জোটের প্রার্থীদের ব্যাপারেও আওয়ামী লীগের কৌশল আছে, শিগগিরই তা জানানো হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘একটা দলের কৌশল তো থাকবেই। আমাদের দলের কৌশল তো থাকবেই। আমরা নির্বাচন করছি, আমরা একটা রাজনৈতিক দল, আমাদের কৌশলগত দিক তো থাকবেই।’

দলটির সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনের আচরণবিধি মানার জন্য আওয়ামী লীগের সব প্রার্থী ও নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

Link copied!