আগস্ট ১৯, ২০২৩, ০৮:০১ পিএম
ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোথাও কোন নির্বাচনে আমেরিকার প্রধানমন্ত্রী যায়না আর আমাদের দেশে বলা লাগেনা। এমনিতেই চলে আসে। তারা আসলে বিএনপির লাফালাফি শুরু হয়ে যায়।
শনিবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে সচেতনতামূলক সভা করে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটি। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা শান্তি সমাবেশ করেছি কখনো পাল্টাপাল্টি সমাবেশ দেইনি। তারা যখন সমাবেশ দেয় তখন আমাদের রাজপথে দারাতে হয় শান্তি বজায় রাখতে। আমরা গনতন্ত্র নিয়ে কেন এতো বিব্রত আমরা আমেরিকান ইউরোপীয়ান বন্ধুদের বলেছি আমরা নির্বাচনের আগে ও পরে শান্তি চাই আমরাও স্বাধীন নির্বাচন চাই ও স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। তাদের আমরা আশ্বাস দিয়েছি।
ওবায়দুল কাদের বলেন, এটা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, ৭৫ এর পর কি ভারত এসে আমাদের গদিতে বসিয়েছে। ২০০১ সালে আমাদের জোর করে হারানোর হয়েছে তখন কি ভারত এসে আমাদের বসিয়ে দিয়েছে।
তিনি বলেন, বিদেশের দিকে তাকাতে তাকাতে বিএনপির চোখ ঝাপসা হয়ে গেছে, তাদের আশা ভিসা নিতি আসেনা, কেন বিপদে পরে না, শেখ হাসিনা কেন সরে না। ফখরুল সাহেব এদেশের জনগণ আমাদের বন্ধু আমরা গায়ের জরে ক্ষমতায় নেই আমিরা গায়ের জোরে ক্ষমতায় আসবো না কথা দিলাম। তাহলে কেন পদ্মা সেতু করলাম? শেখ হাসিবা বাপের বেটি ঢাকার মেট্রোরেল হাওয়ায় এসেছে?
কাদের বলেন, চট্রগ্রামে নদীর তলদেশে টানেল প্রস্তুত এর আগে রেকর্ড ছিলো এক দিনে ১০০ সেতু উদ্ধোধন সেই রেকর্ড ও ভাংবে এবার দেরশো সেতু উদ্ধধোন করবেন শেখ হাসিনা। ১৪ বছর আগের বাংলাদেশ আর এখন কার বাংলাদেশ চেহারা মেলানো যায়? মানুষ বিশ্বাস করে তার মতো সৎ নেতা ৭৫ এর পর আর বাংলাদেশে আসেনি।বিদেশ থেকে এসেই পরের দিন কাতারে চলে গেলেন কাতারের আমিরে অনুরোধে বেরাতে যান নি গেছেন জ্বালানির জন্য।
তিনি বলেন, আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, আপনি আমাদের জন্য ইন্সপায়ার আমি আমার মেয়ে আপনাকে অনেক দিন ফলো করেছি। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আইএমাইএফ এর প্রেসিডেন্ট তার প্রশংশা করেন অনুকরন করেন এটাই কি তার অপরাধ? তারা জানে দেশের ৭০℅ মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।
তিনি আরও বলেন, আমি আজকের প্রোগ্রাম এ এসেছি আমি ঋনী কারন আমার মৃত্যু সজ্জার সময় আপনারা আমার পাশে ছিলেন। সাংবাদিকদের প্রশ্নে বলেন বেগম জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে যতনা উদবিগ্ন তারা তাদের তাকে নিয়ে আরোও বেশী নোংরা রাজনীতি করছে। ফখরুল সাহেবরা এখন, বেগম জিয়া অসুস্থ হলেই বলে মৃত্যু সজ্জায় তাকে নিয়ে মিথ্যা রাজনীতির করেন। গলাটিপে বেগম জিয়াকে মেরে ফেলবেন তেমন মানুষ শেখ হাসিনা না। ডেঙ্গু আর বিএনপি দুইটাই ভয়ংকর দুটোকেই প্রতিরোধ করতে হবে।