বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ১৭ জুন

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৫:৪৪ পিএম

বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ১৭ জুন

প্রতীকী ছবি

আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবে জিলহজ মাসের (হিজরি দিনপঞ্জি) চাঁদ ওঠায় আগামী ১৫ জুন সৌদি পবিত্র হজ ও ১৬ জুন ঈদুল আজহা পালিত হবে।

মুসলিমদের দ্বিতীয় বড় ও ত্যাগের উৎসব ঈদুল আজহা। এ দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেন। এছাড়া আরাফাহর দিন হাজিরা মক্কার উপকণ্ঠে অবস্থিত আরাফাত ময়দানে সমবেত হন।

Link copied!