নভেম্বর ২২, ২০২৩, ১২:৩৮ পিএম
বিএনপি নির্বাচনে আসবে না বলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, একটা দলকে কেন্দ্র করে এই কথা বলা একটা উপসংহারে পৌঁছানো সঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, একটা দলকে লক্ষ্য করে একতরফা বলা বাকি যে দলগুলো আছে তাদের উপেক্ষা করা কতটা সমুচিত। তারাও তো গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, নির্বাচন প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা মাথা ঘামায় এই মুহূর্তে আমরা কারও চিন্তাভাবনা নেতিবাচক কিছু পাচ্ছি না বা এই ব্যাপারটা নিয়ে আমাদের অতো মাথাব্যথাও নেই। কারোর ইচ্ছে তো আমরা ইলেকশন করবো না। আমাদের ইচ্ছায় আমাদের ইলেকশন হবে। আমাদের সংবিধান আমাদের নির্বাচন করাবে অন্য কারও নির্দেশ কিংবা নিষেধাজ্ঞায় নয়।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন হচ্ছে আমাদের দেশে, বাইরের কে নিষেধাজ্ঞা দিলো সেটা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো? তাহলে আমাদের ইলেকশনে আরেকটা দেশকে নিষেধাজ্ঞা দিব এটা কি হয়? কেন নিষেধাজ্ঞা দিবেন? নিষেধাজ্ঞার কারণ কি? আমরা একটা স্বাধীন দেশ, এদেশে সংবিধান আছে আর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে না ঘোষণা করেছে কিন্তু নির্বাচনকে প্রতিহত করবে প্রতিহত করা এইটা তো অগণতান্ত্রিক। নিষেধাজ্ঞার কথা যারা বলে, এই যে নির্বাচন প্রতিহত করা হচ্ছে বাধা দেয়া হচ্ছে নির্বাচনে সহিংসতার উপাদান যুক্ত করছে যারা গাড়ি পোড়াচ্ছে, ট্রেন পোড়াচ্ছে, চোরাগোপ্তা হামলা চালাচ্ছে এখানে নিষেধাজ্ঞা কোথায় থাকে? নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এতে শান্তিপূর্ণ নির্বাচনে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
কমনওয়েলথ প্রতিনিধিদের গণতন্ত্রের ক্ষেত্রে পারফেক্ট কোনো দেশ আছে কিনা জানতে চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এত অপপ্রচারের পরও নির্বাচনের জন্য কমনওয়েলথ প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেছেন, এটা একটি পজিটিভ বিষয়।