ফেনীতে ইফতারের সময় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৭:০৮ পিএম

ফেনীতে  ইফতারের সময় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নিহত আবির হাসান ছোটন। ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইফতারের সময় বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. আবির হোসেন ওরফে ছোটন (২৩)। সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া এলাকার কালা মিয়া ছেলে তিনি। অভিযুক্ত আরিফুর রহমান একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।

রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় সোনাগাজী উপজেলার মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরিফের বড় ভাই মো. নিলয়ের একটি চায়ের দোকান রয়েছে। রবিবার বিকেলে আবির ও আরিফ দুই বন্ধু একসঙ্গে ওই দোকানে ইফতার করতে যান। এ সময় আরিফ ইফতারি প্রস্তুত করার সময় আবিরের সঙ্গে আগের একটি ঘটনা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে আবিরের পেটে ও বুকে দুটি আঘাত করেন। সঙ্গে সঙ্গে আবির মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আরিফ দোকান থেকে বের হয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন আবিরকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় এই সম্পর্কে, জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবির ও আরিফ ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজন একসঙ্গে চলাফেরা করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক। পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন ও আরিফকে গ্রেপ্তারের চেষ্টা করছে। বর্তমানে লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে তা মামলা হিসেবে নেয়া হবে।

Link copied!