অর্থপাচার রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা ও সক্ষমতার কথা জানতে চেয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা (আইএমএফ)।
আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার সকালে এ কথা জানান দুদক সচিব মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সোয়া ১১টায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ঋণের দ্বিতীয় কিস্তি দেয়ার জন্য কিছু শর্ত দিয়েছিল আইএমএফ। সেসব শর্ত পূরণ ও অর্থ পাচার রোধে দুদকের সক্ষমতা নিয়ে প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে।
রাহুল আনন্দ আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন, আর দুদকের পক্ষে ছিলেন সচিব মাহবুব হোসেন এবং মহাপরিচালক (মানি লন্ডারিং) মোকাম্মেলসহ চারজন।