২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুবলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৩, ০৯:২৯ পিএম

২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে যুবলীগের শ্রদ্ধা

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউস্থ অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

সোমবার (২১ আগস্ট) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনকালে যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন যুবলীগ নেতারা।

২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও এ ঘটনায় ২৪ জন নিহত হন।

Link copied!