ডিসেম্বর ৯, ২০২৪, ০২:০৪ পিএম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: সংগৃহীত
‘নিউ ইয়র্কের চেয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’ বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী। বলেন, ‘যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে।’
সোমবার, ০৯ ডিসেম্বর সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন এসব কথা বলেন শেখ সাজ্জাত আলী।
শেখ সাজ্জাত আলী বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছিল। জুলাই-আগস্ট আন্দোলনে ডিএমপির অনেক সদস্যের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চান কমিশনার। মামলার বাদী বা তদন্তকারি কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করেন সবার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় গণআসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই আগস্টে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। বলেন, আওয়ামী লীগ সরকার দলীয় বিবেচনায় ৮০ থেকে ৯০ হাজার পুলিশ নিয়োগ দিয়েছিল।
জিডি হলে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।