জিম্মি হওয়া নাবিকদের কাছে ৫৫ কোটি টাকা মুক্তিপণ চেয়েছে সোমালিয়ার জলদস্যুরা। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন নাবিক অভির মা। ছেলের ভয়েস মেসেজের বরাত দিয়ে তিনি বলেন, ‘আজ সকাল সাতটার দিকে ১ মিনিটের ভয়েস মেসেজ পাঠিয়েছে ছেলে। এতে সে বলে টাকা না দিলে তাদের সবাইকে মেরে ফেলবে জলদস্যুরা।’
বাংলাদেশ সময় বুধবার (১৩ মার্চ) সকাল সাতটার দিকে অভি তার মাকে একটি ভয়েস মেসেজ পাঠান। তাতে তিনি জানান, মুক্তিপণ হিসেবে ৫০ লাখ ডলার না দিলে সবাইকে হত্যা করবে জলদস্যুরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৪ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
এর আগে গতকাল মঙ্গলবার (১২ মার্চ) মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে প্রায় অর্ধশত সশস্ত্র জলদস্যু। জাহাজের ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করে রেখেছে তারা।