মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে মতিঝিল আরামবাগ মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
শনিবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি জনসভার মঞ্চে উপস্থিত হন।
দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে সমাবেশে যোগ দেন তিনি।
এদিন সমাবেশ উপলক্ষে মতিঝিল আরামবাগসহ এর আশপাশের পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, সকাল থেকেই সমাবেশ স্থলের আশপাশে জড়ো হতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
রবিবার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট এ তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।