সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৫, ০১:১১ পিএম

সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ

সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের নামে লন্ডনে থাকা প্রায় ৯ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জব্দ করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১,৪৭৯ কোটি টাকা।

যুক্তরাজ্যের একটি সরকারি সংস্থা নয়টি পৃথক ফ্রিজিং অর্ডার জারি করেছে, যার ফলে তারা এখন এসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।

এসব সম্পত্তি মূলত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অফ ম্যান এবং জার্সিতে নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছে। এক একটি সম্পত্তির মূল্য ১.২ মিলিয়ন থেকে ৩৫.৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত।

এই সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে লন্ডনের অভিজাত গ্রোসভেনর স্কয়ারে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে একটি আবাসিক বাড়ি। সরকারি রেকর্ডে দেখা গেছে, একসময় গ্রেশাম গার্ডেন্সের বাড়িটিতে শেখ হাসিনার বোন বসবাস করতেন।

যুক্তরাজ্য কর্তৃপক্ষের মতে, এসব সম্পত্তির বিরুদ্ধে বেসামরিক তদন্ত চলছে এবং তার অংশ হিসেবেই ফ্রিজিং অর্ডার দেওয়া হয়েছে।

বাংলাদেশের দুর্নীতিবিরোধী সংস্থা জানিয়েছে, আহমেদ শায়ান ও তার বাবা সালমান এফ রহমান দেশজুড়ে অর্থ পাচার ও দুর্নীতির তদন্তে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, লন্ডনের এসব সম্পত্তি আইল অফ ম্যান ভিত্তিক একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল।

সম্পত্তি জব্দের বিষয়ে প্রতিক্রিয়া জানতে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের আইনি প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, শায়ান রহমান যেকোনো অভিযোগ অস্বীকার করেছেন এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সালমান এফ রহমান ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হন।

Link copied!