সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০১:৫৪ পিএম

সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভাঙ্গা উপজেলার বাসিন্দারা।

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার থেকে ভাঙ্গার মনসুরাবাদ ও হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় ২ মহাসড়কে গাছ ফেলে স্থানীয়রা এ অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ।

এতে ভাঙ্গা উপজেলার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক দুটিতে কয়েকশ যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়।

এর আগে ২০১৩ সালে দেশের সংসদীয় আসন সংখ্যা পুনর্বিন্যাসের সময় ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসনকে কেটে চারটি করা হয়।

বৃহস্পতিবার তালিকা প্রকাশের পর থেকেই ইসির এসব সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

তাদের দাবি- ফরিদপুরের পাঁচটি সংসদীয় আসনের সীমানা আগের মতোই রাখতে হবে এবং কোনো সংসদীয় এলাকাকে অন্য সংসদীয় এলাকায় সংযুক্ত করা চলবে না।

এই দাবিতেই শুক্রবার হামিরদী বাস স্ট্যান্ড ও মনসুরাবাদে মহাসড়কে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারও মানুষ।

আলগী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “আমাদের ভোটাধিকার ও স্বার্থকে এভাবে উপেক্ষা করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব।”

হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন বলেন, “সরকারি সিদ্ধান্তের কারণে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। আমাদের দাবি মানতে হবে। এটা ভাঙ্গাবাসীর প্রাণের দাবি, এই দাবির গুরুত্ব নির্বাচন কমিশনকে বুঝতে হবে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “আপনাদের দাবি বিষয় নিয়ে জেলা প্রশাসকের কথা বলেছি। আপনাদেরকে আশ্বস্ত করছি, দ্রুত দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।”

ওসি মোহাম্মদ আশরাফ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানুষকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।”

পরে বেলা ১২টার পর থেকে মহাসড়কগুলোয় যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে বলে জানান ওসি।

Link copied!