বরিশালের জনসভা মঞ্চে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৯:২৬ এএম

বরিশালের জনসভা মঞ্চে শেখ হাসিনা

সংগৃহীত ছবি

বরিশালে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ২টা ৫৯ মিনিটে তিনি জনসভা মঞ্চে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

শেখ হাসিনা মঞ্চে উঠার পর একটি দেশাত্মবোধক গান ও নাচ (ধান নদী খাল, এ তিনে বরিশাল) দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান শিল্পীরা।

এর আগে শুক্রবার দুপুর ১টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালে এসে পৌঁছান তিনি। সেখানে পৌঁছে তিনি বরিশাল সার্কিট হাউজে যান। কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

Link copied!