শেখ হাসিনা একজন ‘বিস্ময়কর’ রাজনৈতিক নেতা : টাইম ম্যাগাজিন

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ০৭:৪৮ এএম

শেখ হাসিনা একজন ‘বিস্ময়কর’ রাজনৈতিক নেতা : টাইম ম্যাগাজিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন ‘বিস্ময়কর’ রাজনৈতিক নেতা হিসেবে আখ্যা দিয়েছে বিশ্বের প্রভাবশালী টাইম ম্যাগাজিন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বঙ্গবন্ধুকন্যাকে নিয়ে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইম। প্রতিবেদনটি ম্যাগাজিনের এবারের সংখ্যার ‘কভার স্টোরি’ ছিল।

গত সেপ্টেম্বরে টাইম ম্যাগাজিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেয়। এর ভিত্তিতেই প্রতিবেদনটি প্রকাশ করেছে সাময়িকীটি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিস্ময়কর রাজনৈতিক নেতা, যিনি এক দশকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের ব্যাপক উত্থান ঘটিয়েছেন।  

এতে আরও বলা হয়, সামাজিক সূচক, শিক্ষা ও উচ্চ-প্রযুক্তি উত্পাদনে উন্নতিসহ অর্থনৈতিক বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছেন শেখ হাসিনা।

প্রতিবেদনে বিরোধীদের দমাতে আওয়ামী লীগ অজুহাত হিসেবে “সন্ত্রাস দমনকে” ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বিএনপির সমাবেশে পুলিশের পদক্ষেপকে উস্কানিমূলক আখ্যা দিয়ে এই কারণেই বিষয়টি সহিংসতার দিকে গেছে বলে অভিহিত করেন।

এতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগে দুজন মানবাধিকারকর্মীকে সেপ্টেম্বরে কারাগারে পাঠানোর কথা তুলে ধরা হয়। বিচার বিভাগের সমালোচনা করে বিভিন্ন দেশের উদ্বেগের কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য, পোশাক, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে তার সরকারের রেকর্ড সৃষ্টির বিষয়টিরও ওপর জোর দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Link copied!