ফ্ল্যাটে পড়ে ছিল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১, ২০২৩, ০৯:৪৪ এএম

ফ্ল্যাটে পড়ে ছিল স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ

ওই বাসার সামনে স্থানীয়রা। সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে ঢুকে গার্মেন্টস শ্রমিক স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের জামগড়া ফকির বাড়ি মোড়ের মেহেদী হাসানের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় পুলিশ ছাড়াও, র‍্যাব, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশসহ অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন সূত্র খোঁজার চেষ্টা করেছে।

নিহতরা হলেন মোক্তার হোসেন বাবুল, তার স্ত্রী শাহিদা বেগম এবং তাদের ১২ বছর বয়সী ছেলে মেহেদী হাসান জয়।

স্থানীয়দের বরাত দিয়ে র‍্যাব জানায়, ভবনের ৪ তলার একটি ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে ৯৯৯ নম্বরে ফোন করা হয়। পরে পুলিশ এসে ফ্ল্যাটটির একটি কক্ষ থেকে মা ও ১২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে। পাশের আরেকটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামী-স্ত্রী দুজনই পোশাক কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মোক্তার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী। এ দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পাশের ঘরে হাত-পা বাঁধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ তদন্তের শেষে বলা যাবে।

Link copied!