এখন যদি দুই নেত্রীকে যদি একসাথে বসানো যেত তবে এত হানাহানি কাটাকাটির আর কোন প্রয়োজন হত না। মঙ্গলবার তৃণমূল বিএনপির কাউন্সিলে এ কথা বলেন দলটির সদ্য মহাসচিব তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, দুই দলই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। এই তত্ত্বাবধায়ক সরকারের রূপকার হল ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি একসময় বলেছিলেন দেশে তো দুইজনই নেত্রী। আপনারা দুই নেত্রী বসে ঠিক করেন দেশ কীভাবে আপনারা চালাবেন। পূর্বের মত আজকে এখানে দুই নেত্রীকে যদি একসাথে বসানো যেত তবে এত হানাহানি কাটাকাটির আর কোন প্রয়োজন হত না।
বিএনপি থেকে সাড়া না পেয়ে নতুন দলে যোগদান করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমাকে বহিষ্কার করার পর দেড় বছর ধরে অপেক্ষা করছি। কিন্তু কোথাও থেকে কোনো আশ্বাস মেলেনি। একটা নিয়মের বাইরে তো আমি চলতে পারি না । আমি মনে করছি, আমি আগে যে রাজনৈতিক দলে আসা যাওয়া করতাম সেই রাজনৈতিক দলের সাথে এই নামের সাথে মিল রয়েছে। তাই এই দলে যোগ দিয়েছি।
তিনি আরও বলেন, ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাকালীন একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি দলের ভিতরে জবাবদিহি সৃষ্টি করেন। আলাপ আলোচনার ভিত্তিতে কাউন্সিল করা হবে, কমিটির সিদ্ধান্ত হবে, যাদের সাথে আমরা জোট করব তাদের সাথে আলোচনা হবে। সিদ্ধান্তক্রমে আমরা দেখব এদেশের রাজনৈতিক রিফর্ম করার পরিবেশ আছে কি না,হবে কি হবে না, কতটুকু হয়েছে কতটুকু হওয়া উচিত ছিল।