রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২৩, ০৭:৪৭ পিএম

রাবি ছাত্রলীগের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর

ছাত্রলীগের দলীয় টেন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একাংশ।

দীর্ঘ সাত বছর পর গতকাল রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি। কমিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ড্রপ আউট আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সদ্য ঘোষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের একাংশ।

আজ সকাল ১০ টা থেকে ছাত্রলীগের দলীয় টেন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তারা। বেলা ১১টার দিকে সদ্য ঘোষিত নতুন সাধারণ সম্পাদকের রুম ভাঙচুর করেন তারা। এছাড়া এক ছাত্রলীগ কর্মীকেও মারধর করেন তারা।

একাংশের নেতারা বলছেন নতুন সভাপতি ক্যাম্পাসে সক্রিয় রাজনীতি করেননি। সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ। এছাড়া তিনি বিবাহিত। এমনকি আংশিক কমিটির বেশির ভাই নেতাই শিক্ষার্থী নির্যাতন, সিট বানিজ্য, বিবাহিতসহ বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত।

আমরা ক্যাম্পাসে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রবেশ করতে দেব না। এই কমিটি আমরা বিলুপ্ত করতে হবে।

এর আগে গতকাল রাতে কমিটি ঘোষনার পরই নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করে গালিব-বাবুর সমর্থকরা।

 

Link copied!