গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১০ দিন পর গজারি বন থেকে মনোয়ারা বেগম (৬০) নামে এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনোয়ারা বেগম গাজীপুর সদরের পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী।
শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মন্ডলবাড়ী মোড় এলাকার গজারি বনের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত ১৩ মার্চ সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মনোয়ারা বেগম। এরপর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ১৫ মার্চ জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে শ্রীপুরের মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনের ভেতর কয়েকজন নারী গজারি পাতা সংগ্রহে যান। এ সময় তারা ওই লাশ দেখেন। পরে তাদের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ওই নারীর বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’