মে ৩০, ২০২২, ১১:২৬ পিএম
২০ বছর আগে অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা মামলায় কে এম সিদ্দিকুর রহমান নামে যশোর কাস্টমসের এক সাবেক কর্মকর্তাকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে অর্জন করা ২৭ লাখ ৬৬ হাজার ৭৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। সোমবার যশোর দুদকের পাবলিক প্রসিউটিকর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
আদালতের সাজা পাওয়া কেএম সিদ্দিকুর রহমান যশোর কাস্টমসের সাবেক পরিদর্শক ছিলেন। যশোর শহরের ঘোপ সেন্টাল রোডের কবি গোলাম মোস্তাফা বাইলেনের এই বাসিন্দা বর্তমানে জেলহাজতে রয়েছেন।
আদালত সূত্র জানা গেছে, কাস্টমস এক্সাইজ ভ্যাট যশোরের পরিদর্শক কেএম সিদ্দিকুর রহমান ১৯৯৮ সালের ৭ জুন দুদকের নোটিশ অনুযায়ী তার অর্জিত সম্পদের বিবরণ জমা দেন। এ বিবরণীতে তিনি শহরের ঘোপ সেন্টাল রোডে ৯ দশমিক ৯৫ শতক জমির ওপর একটি দ্বিতল বাড়ি আছে বলে উল্লেখ করেছিলেন। তিনি ও তার স্ত্রী মিলে ১৩ লাখ টাকা ব্যয়ে এ বাড়িটি নির্মাণ করেছেন বলে উল্লেখ করেন।
এ সম্পদ বিবরণীর প্রাথমিক তদন্তে বাড়িটি নির্মাণ করতে ৩৪ লাখ ৫৯ হাজার ৮৫৬ টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। এরই পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ৩১ অক্টোবর তৎকালীন দুদক কর্মকর্তা আব্দুর রব নকিব আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কেএম সিদ্দিুকর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তে ২৭ লাখ ৬৬ হাজার ৭৪২ টাকার সম্পদ আয় বহির্ভূত বলে প্রমাণ পাওয়া যায়।