ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০২:২৭ পিএম
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যান চুপ্পু।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানান, রোববার সকালে শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যান চুপ্পু। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, চিফ হুইপ লিটন চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ।
পরে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সাথে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদের মনোনয়নপত্র জমা দেন সাহাবুদ্দিন চুপ্পু।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সবই আল্লাহর ইচ্ছা।”
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।