আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২৩, ০৯:৫১ এএম

আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।  বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে লাগা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

আগুনে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ভোলা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সুমন আগুন লাগার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত আড়াইটার দিকে ভোলার জংশন বাজারে ইউছুফ সরদারের টিভি-ফ্রিজের শোরুম থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর  পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে ৮টি দোকান পুরোপুরি ও দুটি আংশিকসহ পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।  

Link copied!