আজিমপুরসহ তিন কবরস্থানে দক্ষিণ সিটির বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৬, ২০২৩, ০৬:৩৮ পিএম

আজিমপুরসহ তিন কবরস্থানে দক্ষিণ সিটির বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি

আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ৩ কবরস্থানে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

বুধবার (২৬ জুলাই) প্রথমবারের মতো আজিমপুর কবরস্থানের ভিতরের সকল প্রকার আগাছাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধনে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

অঞ্চল-৩ এর ১২টি ওয়ার্ডের ৯৫০ জন পরিচ্ছন্নতাকর্মী ও শতাধিক মশককর্মী বিশেষ এই কার্যক্রমে অংশ নেন। এছাড়াও আজ খিলগাঁও কবরস্থানে এবং গতকাল জুরাইন কবরস্থানে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। সেসব কবরস্থানে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মী অংশ নেন।

বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর দ্যা রিপোর্ট ডট লাইভে জানান, এবার প্রথমবারের মতো ঢাদসিক এর উদ্দ্যোগে আজিমপুর কবরস্থানের ভিতরের সকল প্রকার আগাছাসহ ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধনে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়। ডেংগু পরিস্থিতি অনূকূলে না আসা পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুল আলম সহ করপোরেশন এর অনান্য কর্মকর্তারা।

Link copied!