ইডেন ক্যাম্পাসছাড়া রিভা-রাজিয়া, আনন্দ মিছিল, ১৬ জনকে বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২২, ০২:২৮ এএম

ইডেন ক্যাম্পাসছাড়া রিভা-রাজিয়া, আনন্দ মিছিল, ১৬ জনকে বহিষ্কার

ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তপ্ত ইডেন মহিলা কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া ১৬ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রবিবার দিনভর কলেজ ক্যাম্পাসে উত্তেজণা চলে। সন্ধ্যায় অডিটোরিয়ামের সামনে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এরপরই ক্যাম্পাসছাড়া হন ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

সন্ধ্যার সংঘর্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকও আছেন। তাঁদেরসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অন্য দু'জন হলেন-ইডেন মহিলা যুগ্ম সম্পাদক রিতু আক্তার ও সুমি।

এরপরই ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী অংশের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

BCL Eden
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তি। 

আগেরদিন শনিবার রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে ইডেন ক্যাম্পাসে।

পরিস্থিতি বিবেচনায় কলেজের ছাত্রলীগ শাখার সাংগঠনিক সব কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়া ১৬ নেতা-কর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

রবিবার মধ্যরাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

সেই সাথে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ে, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, তানজিলা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি ও সাদিয়া জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলীম জান্নাতুল ও সূচনা আক্তারকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যাঁরা জড়িত রয়েছে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Link copied!