ইসির নিবন্ধন পাচ্ছে নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৮:১৮ পিএম

ইসির নিবন্ধন পাচ্ছে নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’

বিএনপির সাবেক প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে বলে  জানিয়ছেন নির্বাচন কমিশনার(ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে  তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের তিনি বলেন, “তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত। অতএব দলটি নিবন্ধন পাবে।”

একই নামে দুটি দলের নিবন্ধন হয়ে যাচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর  বলেন, “জাসদের তো একই নামে দুটি দল আছে। এখানে আমাদের কিছু করার নেই। সর্বোচ্চ আদালতের নির্দেশ। তাদের মার্কা (প্রতীক) কী হবে তাও তো বলে দিয়েছেন আদালত। তাদের মার্কা হবে সোনালী আঁশ।”

যত দ্রুত সম্ভব দলটিকে নিবন্ধন দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, “দেরি করার তো সুযোগ নেই। আদালত নির্দেশনা দেওয়ার পর তো আর মাঠে খতিয়ে দেখার সুযোগ নেই। কেননা আদালতের নির্দেশ আমরা পালন করতে বাধ্য। আদালত নিশ্চয়ই সেগুলোর প্রমাণ পেয়েছেন।”

অপর এক প্রশ্নের জবাবে ইসি মো. আলমগীর বলেন, “৯৩টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। পাঁচটি দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন না করায় তাদের আবেদন বাতিল করা হয়েছে। আর দুটি দল আবেদন উইথ-ড্র করেছে।”

প্রসঙ্গত,২০১২ সালে বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন নাজমুল হুদা। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) ও বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক দল গঠন করে আওয়ামী লীগের জোটে ভেড়ার চেষ্টা করে ব্যর্থ হন হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল গঠন করেন, যা এখন ইসি’র নিবন্ধন পেতে যাচ্ছে।

Link copied!