ইসির সংলাপের ডাকে কল্যাণ পার্টির ‘না’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১১:০১ এএম

ইসির সংলাপের ডাকে কল্যাণ পার্টির ‘না’

ইসির সংলাপের ডাকে সাড়া দেয়নি কল্যাণ পার্টি। মুসলিম লীগের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা চলমান সংলাপ আসেনি কল্যাণ পার্টি। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ইসির সঙ্গে সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও দলটির কোন প্রতিনিধি আসেনি।

এ বিষয় জানতে চাইলে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইব্রাহিম দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘আমরা যাইনি, আমরা যাবেনা। উনাদের অনুরোধ অফিশিয়ালি রিগ্রেট করেছি। আমরা বলেছি ধন্যবাদ সহকারে অপারগতা প্রকাশ করা হইলো’। কল্যাণ পার্টি বিরোধী রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটভুক্ত দল। এর আগে গত রবিবার সংলাপের প্রথমদিনে জোটের আরেক দল মুসলীম লীগ ও সংলাপে উপস্থিত ছিলনা। এ নিয়ে এখন পর্যন্ত দুটি দল ইসির সংলাপে অংশ নিলো না। দ্বাদশ নির্বাচনের দেড় বছর আগেই নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে সংলাপের আহবান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান ইসি। 

Link copied!