এবার চাঁপাইনবাবগঞ্জে দেখা মিললো বিরল নীলগাইয়ের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৬, ২০২২, ০৯:৩৫ পিএম

এবার চাঁপাইনবাবগঞ্জে দেখা মিললো বিরল নীলগাইয়ের

বাংলাদেশ থেকে গত দীর্ঘদিনে হারিয়ে গেছে বহু বন্যপ্রাণী। এদের মধ্যে নীলগাই অন্যতম। সেই ১৯৪০ সালে মায়াবী এই প্রাণীটিকে শেষবারের মতো বাংলাদেশের বুকে দেখা গিয়েছিল। এরপর আর তাঁর কোনো চিহ্ন ছিল না বাংলার বুকে। বছরের পর বছর ধরে অপেক্ষার পর বাংলাদেশ থেকে তাঁকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছিল আন্তর্জাতিক মহল। এরপর দীর্ঘ আট দশক পর অবশেষে সেই নীলগাইয়ের দেখা মিলেছিল ঠাকুরগাঁওয়ে। সেটি ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর। জেলার রাণীশংকৈল উপজেলার কুলিক নদীর ধারে। এরপর মাঝেমধ্যেই সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। তখনই খবর হয় পত্রপত্রিকায়।

আজ বুধবারও চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। এদিন দুপুরে বারিকবাজার এলাকায় নীলগাইটি ধাওয়া করে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন বন্য প্রাণীটিকে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে। নীলগাইটি ভারত থেকে বাংলাদেশে এসেছে বলে অনেকে ধারণা করছেন।

দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, ভারতের সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখতে পায় এলাকাবাসী। পরে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুরসহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে নীলগাইটিকে আটক করা হয়।

শিবগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রণজিত চন্দ্র সিংহ বলেন, নীলগাইটি অসুস্থ ছিল। প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন ভালো আছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আমরা খবর পেয়ে রাজশাহী থেকে রওয়ানা হয়েছি। প্রাণীটি উদ্ধার করে রাজশাহী নিয়ে আসবো।

Link copied!