ওএসপি পদক পেলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ পাঁচজন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৩:৪৩ এএম

ওএসপি পদক পেলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ পাঁচজন

শান্তিকালীন অবদানের জন্য ওএসপি পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ।

রবিবার(২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাকে পদক পরিয়ে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে বর্তমান সেনাপ্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদসহ ৫ জন সেনা, ২ জন নৌ এবং ১ জন বিমান বাহিনী সদস্যকে ২০২০-২০২১ সালের শান্তিকালীন পদকে ভূষিত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো জীবনই মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে গিয়ে বারবার তাকে কারাবরণ করতে হয়েছে, সন্তান হিসেবে খুব কম সময়ই আমরা বাবাকে কাছে পেয়েছি।’

জাতির পিতা ‘মাটি ও মানুষ দিয়ে’এই দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন মন্তব্য করে সরকারপ্রধান বলেন, ‘আমরা যখন সরকারে এসেছি, আমাদের একটাই লক্ষ্য ছিল, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের যে গৌরব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে পেয়েছিলাম, যে গৌরব বাংলাদেশ হারিয়েছিল ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করে, আমরা আবার সেই গৌরব ফিরিয়ে এনে জাতির পিতার যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করব।’

Link copied!