কর্পোরেশন ও ঢাকাবাসীর সহযোগিতায় বর্জ্য অপসারণে সফল হয়েছি : ঢাদসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৩, ০৬:৪৮ পিএম

কর্পোরেশন ও ঢাকাবাসীর সহযোগিতায় বর্জ্য অপসারণে সফল হয়েছি : ঢাদসিক মেয়র

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বৈরী ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের শতভাগ কোরবানির বর্জ্য অপসারণের কাজ সম্পূর্ণ করা হয়েছে।

২য় দিনের মতো নিয়ন্ত্রণ কক্ষে বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ঢাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঢাদসিক মেয়র বলেন, কর্পোরেশন ও ঢাকাবাসীর যৌথ অংশীদারিত্বের ফলে বর্জ্য অপসারণ সফল হয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত হালনাগাদ-

২য় দিনে ৩৮টি ওয়ার্ড কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারিত হয়েছে। ওয়ার্ডগুলো হলো: ১-৯, ১৩-২৯, ৩৬-৩৮, ৫২, ৫৪-৫৭, ৬৩, ৭১-৭৩

এর আগে, দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ঈদের দিনে তৈরি হওয়া বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির সাড়ে ৩০০ সরঞ্জাম কাজ করবে। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে আজ তৈরি হওয়া পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে।’

Link copied!