জুলাই ৪, ২০২২, ০৪:৩৮ পিএম
নড়াইল সদর থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ মোরছালিনকে প্রত্যাহার করা হয়েছে। নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার ঘটনায় হওয়া মামলার বাদী মোরছালিন।
সোমবার দুপুর ১২টার দিকে মোরছালিনকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় বলেন, “যেহেতু তিনি (মোরছালিন) ওই মামলার বাদী, তাই মামলা সঠিকভাবে তদন্তের স্বার্থে তাঁকে সদরে আনা হয়েছে।”