কাপ্তানবাজারে সুইপার কলোনির অগ্নিকাণ্ডে মেয়র হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৭, ২০২৩, ০৪:৩৪ পিএম

কাপ্তানবাজারে সুইপার কলোনির অগ্নিকাণ্ডে মেয়র হানিফ ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত

রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের কাছাকাছি অস্থায়ী দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সুইপার কলোনিতে আগুনের ঘটনায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (২৭ মার্চ) ভোর পাঁচটায় ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। কতটা ক্ষতি হয়েছে সেটি পরীক্ষা করে দেখা হবে বলে জানান তিনি।

মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের স্থানটি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে। ওই অংশে দুটি শেডে সুইপারদের ৪২টি ঘর ছিল। এর মধ্যে ২০টি ঘর আগুনে পুড়ে গেছে। বর্তমানে যারা এখানে বসবাস করছে, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তা না হলে ভবিষ্যতেও এমন আগুনের ঘটনা ঘটবে‌।

তিনি আরও বলেন, টিনশেড মার্কেটে আগুন লাগে। সেখানে অনেক পুরনো দাহ্য পদার্থ ছিল। এ ছাড়া গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করা হতো। আমরা প্রথমেই চেষ্টা করেছি আগুন যেন ছড়িয়ে না পড়ে।

এই কর্মকর্তা বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি, কলোনির কোনো রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

গতকাল রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিব জানান, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০),আফজাল হোসেন (৫২) ও রাজু (৩৬)।

রাজুর ভাতিজা শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। কলোনিতে থাকেন। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

Link copied!