অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি স্থায়ী করা, দৈনিক কাজের সময় আট ঘণ্টা নির্ধারণসহ ছয় দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের শ্রমিকরা।
রবিবার সকাল ৯টার দিকে স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকদের ছয় দফা দাবিগুলো হলো:
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করতে হবে।
নিয়োগবিধি-২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের অষ্টম শ্রেণি পাস বহাল রাখতে হবে।
আউটসোর্সিং খাত বাতিল করে অস্থায়ী খাত চালু রাখতে হবে।
কর্মচারীদের সব বকেয়া বেতন অতি দ্রুত পরিশোধ করতে হবে।
অস্থায়ী কর্মচারীদের ক্ষমতার বলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না।
রেলওয়েতে প্রচলিত আইনানুযায়ী দৈনিক ৮ ঘণ্টা ডিউটি নির্ধারণ করতে হবে এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।