কোয়াড নিয়ে চীন ‘আগ’ বাড়িয়ে কথা বলেছে: পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১১, ২০২১, ০১:২২ পিএম

কোয়াড নিয়ে চীন ‘আগ’ বাড়িয়ে কথা বলেছে: পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন

যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’-এ অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জোটে বাংলাদেশের অংশগ্রহণের ক্ষেত্রে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং ‘আগ’ বাড়িয়ে কথা বলেছেন বলেও পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

মঙ্গলবার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সোমবার বাংলাদেশের কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে ‘কোয়াডে যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্কের অবনতি হবে’ বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

চীনা রাষ্ট্রদূতের ওই মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোয়াড নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম দেশ হিসেবে সিদ্ধান্ত নেবে।’ কোয়াড’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেশের স্বার্থ বিচেনায় নেওয়া হবে বলেও তিনি জানান।

ডিক্যাব আয়োজিত ওই ভার্চুয়াল অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘চীন মনে করে কোয়াড গ্রুপটি চীনাবিরোধী। আমি এটা পরিষ্কার করে বলতে চাই, কোয়াড নিজেকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত বলে দাবি করলেও তা সত্য নয়। এটা একটা সামরিক জোট এবং মূলত এটা চীনের বিরোধিতার জন্যই করা হয়েছে।’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই চার সদস্যের ক্লাবে যোগ দিলে এটি বাংলাদেশের জন্য ভাল হবে না। কারণ এর ফলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক চরমভবে ক্ষতিগ্রস্ত হবে।

চীনা রাষ্ট্রদূত জানান, গত ২৭ এপ্রিল চীনের  প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গহি ঢাকায় একদিনের সফরে এসে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সামরিক কৌশলগত জোট কোয়াডে যোগ দেওয়ার  ব্যাপারে বাংলাদেশকে সতর্ক করেছেন।

ঢাকায় সফরে এসে ওয়েই ফেঙ্গহি জানান, ফেকোয়াডকে তারা চীনাবিরোধী জোট মনে করেন। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের ভূমিকা নিয়েও রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে তিনি কথা বলেন।

Link copied!