খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি: কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩১, ২০২২, ০৯:১৬ পিএম

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করেনি: কাদের

বিএনপি এদেশের নালিশ পার্টি, আর এই নালিশ পার্টি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তির জন্য দলটি ১৩ বছরে ১৩ মিনিট আন্দোলন করেনি বলেও তিনি দাবি করেন।

সোমবার বিকেলে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

বিএনপিকে ‘জাতীয়তাবাদী চামচা দল’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কোন মুখে মির্জা ফখরুল খালেদা জিয়ার মুক্তি চায়?তাঁর মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।

দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে- বিএনপি নেতাদের এমন অবাস্তব বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটা বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।

১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতিক  শেখ হাসিনার পরাজিত হতে পারে না।

মুক্তিযুদ্ধ আজ হুমকির মুখে, স্বাধীনতার সকল শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পা  রবে না।

বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।

বিএনপি ১৫ আগস্ট বেগম খালেদা জিয়ার ভূয়া জন্মদিন যতদিন পালন করবে ততদিন বিএনপি জনগণ থেকে পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি- জেপি'র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

Link copied!