খুলনায় ২১৫ মি.মি. বৃষ্টির রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২২, ১১:১৯ পিএম

খুলনায় ২১৫ মি.মি. বৃষ্টির রেকর্ড

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনায় ১৫ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা মহানগরীর বেশ কিছু সড়ক।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাং কিছুটা বাঁক নিয়ে ভোলার দিকে মোড় নিয়েছে। ফলে খুলনায় বৃষ্টি ও বাতাস কমে এসেছে। সিত্রাংয়ের প্রভাবে খুলনায় আজ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ২১৫ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ১২ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছিল।

খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ জানান, রূপসা নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় শহরের পানি নামতে সময় লাগে। নগরীর ড্রেনেজ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো। ফলে জোয়ারের চাপ কমলেও নগরীর জলাবদ্ধতা কমে যাবে।

Link copied!