চট্টগ্রামে নতুন করে আরও ৮০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
পরীক্ষার বিচারে শনাক্তের শতকরা হার ২৭ দশমিক ৭৭। এর আগে, গতকাল শুক্রবার ১ হাজার ১৬৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ২৪৮ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে শনিবার পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। এসময়ে জেলায় মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরীর। জেলার অন্যান্য উপজেলায় ৬২৪ জনের মৃত্যু হয়েছে।