ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১২:০১ পিএম
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সেই সাথে পুড়ে ছাই হয়ে গেছে বস্তির অর্ধশতাধিক ঘর।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে ইপিজেড সংলগ্ন রেলওয়ে বস্তিতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় মোহাম্মদ নওশেদ নামে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। বয়স্ক এবং অসুস্থ হওয়ায় ঘর থেকে বের হতে না পারায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।
ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় বস্তির প্রায় ৫০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে রেলওয়ে বস্তিবাসীরা।