চলতি সপ্তাহে আবারও বন্যার আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ০৯:২৮ পিএম

চলতি সপ্তাহে আবারও বন্যার আঘাত

ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে চলতি সপ্তাহের সোমবার (১৬ আগস্ট) থেকেই বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ সরাসরি প্রভাবিত হবে এই বন্যায়। ইতোমধ্যে বিপদসীমা ছাড়ানোর আশঙ্কা রয়েছে দেশের ৯ টি পয়েন্ট শনিবার (১৪ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে জুন ও জুলাইয়ে দুই দফা বন্যায় কবলিত হয়েছে দেশের উত্তরাঞ্চলের মানুষ।

৯ টি পয়েন্টে বিপদসীমা ছাড়ানোর আশঙ্কা

উজানের ফলে বিদপসীমার কাছাকাছিতে রয়েছে ৭ টি পয়েন্ট। এছাড়া অতিক্রম করেছে ২ টি পয়েন্ট। বৃষ্টিপাত ও উজান অব্যাহত থাকলে আগামী সপ্তাহে এগুলোর পরিস্থিতির অবনতি ঘটবে বলে জানায় সংশ্লিষ্টরা। 

সতর্কতামূলক অবস্থানে থাকা ৭ টি পয়েন্ট হল : শরীয়তপুরের পদ্মা নদীর সুরেশ্বর, রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্ট, যশোরের কপোতাক্ষের ঝিকরগাছা ও খুলনার গড়াইয়ের কামারখালি পয়েন্ট, সিলেটের সুরমানর কানাইঘাট পয়েন্ট, সুনামগঞ্জের সুরমার কানাইঘাট পয়েন্ট, নেত্রকোনার কংস নদীর জারিয়াজাঞ্জাইল। এছাড়া বিপদসীমার ওপর থাকা পয়েন্ট হল : রংপুরে তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট, নাটোরের সিংড়া পয়েন্ট।

সোমবার থেকেই বন্যার আশঙ্কা

দেশের প্রধান নদ-নদীর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা (সোমবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া তিস্তা, ধরলাসহ উত্তরাঞ্চলের অন্যান্য সীমান্তবর্তী নদীর পানি দ্রুত বাড়তে পারে এবং কতিপয় স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে জানিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলের শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃষ্টিপাত আরও বৃদ্ধির সম্ভাবনা

আবহাওয়া বিভাগ জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

Link copied!