জাতীয় পার্টির (জাপা) গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন হাইকোর্ট। এতে জাতীয় পার্টিতে দায়িত্ব পালনে জি এম কাদেরের কোনো বাধা রইল না।
মঙ্গলবার নিষেধাজ্ঞার রিভিশন আবেদনের শুনানি করে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। জি এম কাদেরের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এর আগে দলের কার্যক্রমে জি এম কাদের কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বলে আদেশ দেন আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন কাদের।