টেইলার্স কর্মী হত্যা: কিশোর গ্যাঙের ৩ জন গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২১, ০৪:২০ পিএম

টেইলার্স কর্মী হত্যা: কিশোর গ্যাঙের ৩ জন গ্রেপ্তার

রাজধানীতে টেইলার্স কর্মীকে হত্যার অভিযোগে কিশোর গ্যাঙের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

মিরপুরে টপটেনের কর্মচারী বিপুল হাসিবকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

খুনের পর হৃদয়কে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করা হয়। অপর দুইজনকে মিরপুর থেকে আটক করা হয়। কিলিং মিশনে অংশ নেয়া বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপ-কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিরপুরের সহকারী উপকমিশনার তৈমুর রহমান।

এর আগে, রবিবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে মিরপুর ১ নম্বরে ঈদগাহ মাঠ সংলগ্ন মল্লিক টাওয়ারের সামনের সড়কে কিশোর গ্যাংয়ের সদস্য হৃদয় তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ সময় তার সঙ্গে আরও চার সহযোগী ছিল।

Link copied!