বিএনপিকে ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খেয়ে লাভ নেই

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২৩, ০৮:২৮ পিএম

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে কলা খেয়ে লাভ নেই

বিএনপি আসুক বা না আসুক, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে দলটির নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মনে মনে মনকলা খেয়ে কোনো লাভ নেই। আপনারা না এলেও সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে রাজধানীর হাজারীবাগ বাজার মাঠে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে’ শীর্ষক সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  “বিএনপি বিদেশি শক্তি দিয়ে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে। বিএনপি এখনো মনে মনে কলা খাচ্ছে। মনে করছে ১ তারিখের মতো, অক্টোবর মাস। সেই তত্ত্বাবধায়ক। নিজের দলের ফখরুদ্দীন, মঈনুদ্দিনকে বসাবে। আমরা বেঁচে থাকতে সেটা আর হবে না।”

এসময় তিনি আরও বলেন, “এখন আবার বিদেশি শক্তিকে দিকে ওয়ান-ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। কীভাবে এটা মনে করলেন? সব খবর আমরা রাখি। ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।”

বাজেট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বাজেটে একটু ঘাটতি ছিল। জাপান সহযোগিতা করেছে। সোয়া ৪০০ মিলিয়ন। শেখ হাসিনা যখন বিদেশে সম্মানিত হন, বাংলাদেশের মানুষ খুশি হয়। কষ্ট পায় বিএনপি। তাদের কলিজা শুকিয়ে যায়। শেখ হাসিনা সম্মান আনছে দেশের জন্য, এটা যখন দেখে তখন তাদের মুখের দিকে তাকানো যায় না। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, তারা কোনোদিন পরাজয় মেনে নেবে না।”

নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমরা প্রস্তুত আছি। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। যারা বাধা দেয়, যুক্তরাষ্ট্রের ভিসানীতি তাদের বাধা দেয় কি না, আমরা তা দেখতে চাই। গাজীপুর, খুলনা, বরিশালের মতো সামনের সকল নির্বাচন সুন্দর হবে। সংবিধানের নিয়ম কারও জন্য অপেক্ষা করে না।”

‘বিএনপি একটি দল যারা আইন-বিচার কিছুই মানে না’মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। উন্নত বিশ্বের কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো আজব সরকার নেই। অথচ বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়। তারা বিদেশিদের প্রভাবিত করে আবারও ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন স্বপ্ন দেখছে। কিন্তু বিদেশিদের কাছে গিয়ে লাফালাফি করে তারা ব্যর্থ হয়েছে।”

Link copied!