তারেক-ফখরুলের ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে: বাহাউদ্দিন নাছিম

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৮, ২০২২, ০৯:১০ পিএম

তারেক-ফখরুলের ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে: বাহাউদ্দিন নাছিম

তারেক ফখরুলের দেশ বিরোধী ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ মোকাবিলা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাছিম বলেন, “বিএনপি বলে ১০ ডিসেম্বর থেকে সাজাপ্রাপ্ত অপরাধী খালেদা জিয়ার কথায় দেশ চলবে। আমরা বলি, বিজয়ের মাসে যারা ষড়যন্ত্র করবে সেই পাকিস্তান প্রেমীদের ১৯৭১ সালে যেভাবে পরাজিত করেছিলাম সেভাবেই জনগণকে সাথে নিয়ে আমরা পরাজিত করবো।”

তিনি আরও বলেন, “বিএনপি জামাত বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। একাত্তর ও পচাত্তরের ঘাতকদের মতো বিএনপি জামাত আজ একই ভাষায় কথা বলে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশের মানুষ যাতে কষ্ট পায় সে চেষ্টায় ব্যস্ত বিএনপি জামাত। মির্জা ফখরুল বলেছেন, আমরা পাকিস্তান আমলেই ভালো ছিলাম। আমরা বলি, তাহলে আপনারা কেন পাকিস্তান ফিরে যান না?”

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে আমরা রক্ষা করবো।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, সাকা চৌধুরীর কুসন্তান হুম্মাম কদের চৌধুরী চট্টগ্রামে  বলেছে, বিএনপি জামাত ক্ষমতায় আসলে  যুদ্ধাপরাধীদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তার এই বক্তব্য চরম ঔধ্যত্যপূর্ণ, স্বাধীনতাবিরোধীদের বক্তব্য। বিএনপি নেতারা বলছে এটা হুম্মামের ব্যক্তিগত বক্তব্য। আমরা বলতে চাই, এ বক্তব্য বিএনপির সমাবেশে সে দিয়েছে। তাকে ও বিএনপিকে ক্ষমা চাইতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির রাজনীতির প্রকৃত চরিত্র বেরিয়ে এসেছে। ৭১-এর ঘাতকদের উত্তরসূরীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়াতে হবে।”

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, শেখ রাসেলের সহপাঠী প্রযুক্তিবিদ শোভন ইসলাম ও আবৃত্তিকার শিমুল মোস্তফা এবং মোটিভেশনাল স্পীকার ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন অনুষ্ঠান শেষে ১০০ প্রতিবন্ধী শিশুদের মাঝে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়।

Link copied!