ডিসেম্বর ১৬, ২০২১, ০১:২৩ পিএম
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নিজেদের হট্টগোলে জড়িয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নিজেদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্মৃতিসৌধে থাকা ফুলের টব ভাঙচুর করেন তারা। নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পড়ে যেতে দেখা যায়। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমান, শ্যামা ওবায়েদসহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধের বেদির দিকে এগিয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেদির সামনে বাম দিকে ঢাকা জেলা শাখা বিএনপি ও ডান দিকে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা আগে থেকে অবস্থান করছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেদি ত্যাগ না করে বেদির সামনেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালেও তারা সরে যাননি। উল্টো করতালি দিয়ে আরও জোরে স্লোগান দিতে থাকেন।
মহাসচিব ফখরুলসহ দলের সিনিয়র নেতাকর্মীরা পেছনে অপেক্ষা করছিলেন। প্রায় আধাঘণ্টা পর বিএনপির চেয়ারপারসন ফোর্সের (সিএসএফ) সদস্যরা নেতাকর্মীদের সরে যেতে বললে তারা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করেন।এসময় তাদের ধাক্কায় ফখরুল, রিজভীসহ বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। পরে সিএসএফের সদস্যদের সহযোগিতায় মহাসচিবসহ সিনিয়র নেতাকর্মীরা বেদি ত্যাগ করেন।