ঈদের নামাজের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ শহীদ বড়মাঠ। আয়োজকদের দাবি এটি দক্ষিণ এশিয়ার মধ্যে বৃহত্তম ঈদগাহ মাঠ। গত ২ বছর দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার বৃহৎ এই ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
প্রায় ১৫ দিন ধরে প্রস্তুত করা হয়েছে এই মাঠ। ঈদের দিন সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। ২২ একর আয়তনের এই ঈদগাহ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বেশ কয়েকদিন ধরেই চলছিল ব্যস্ততা।
আজ সোমবার বড়মাঠে গিয়ে দেখা যায়, মিনার ধোয়ামোছা ও সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। মিনারের পেছনে অজুখানা ও অন্যান্য স্থাপনার কাজ শেষ পর্যায়ে। মাঠটি রোলার দিয়ে উচুনিচু সমান করার পর কাতারের দাগ দেওয়া হয়েছে। মাঠের চারপাশে ১৯টি প্রবেশপথ তৈরি করা হয়েছে। মাঝখানে বসানো হয়েছে উঁচু ওয়াচ টাওয়ার। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল বলেন, গত ১০ এপ্রিল থেকে চলছে এসব কাজ।