এপ্রিল ২, ২০২২, ১১:২৫ পিএম
কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের কাছে বঙ্গোপসাগরে টাগবোটডুবির দুই দিন পর নিখোঁজ চীনা নাগরিক জিয়ান হংচেনের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ডের ডুবুরি দল লাশ উদ্ধার করে। জিয়ান হংচেন মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পে দায়িত্বরত বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার সূত্র জানায়, মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পশ্চিম–উত্তর পাশে পাইপ বসানোর কাজ চলছিল।
গত বৃহস্পতিবার সকাল সাতটার দিকে প্রকল্পের পশ্চিম পাশে প্রায় ১৪ কিলোমিটার চ্যানেল দিয়ে এক কিলোমিটার লম্বা একটি পাইপ টেনে নিয়ে যাচ্ছিল পাঁচটি টাগবোট। কিন্তু চ্যানেল পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের মোহনায় স্রোত ও বাতাসের কবলে পড়ে তিন চীনা নাগরিকসহ ১০ জনকে নিয়ে একটি টাগবোট উল্টে ডুবে যায়। এ সময় দুজন চীনা নাগরিকসহ ৯ জন উদ্ধার হলেও একজন চীনা নাগরিক নিখোঁজ হন। এ ঘটনার পর ওই চীনা নাগরিককে উদ্ধারের জন্য কোল পাওয়ারসহ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা চেষ্টা চালান।