নড়াইলে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২১, ২০২৩, ০৯:৫০ পিএম

নড়াইলে যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্তৃক নড়াইলে যুবলীগ নেতা আজাদ শেখ হত্যার প্রতিবাদে শুক্রবার (২১ জুলাই) বিকাল ৩টায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামাত একটি সন্ত্রাসী সংগঠন। এদেশের মানুষ ভাল থাকুক, দেশের উন্নয়ন অব্যাহত থাকুক তা তারা চায় না। কারণ বিএনপির জন্মই হয়েছে গুম, খুন আর হত্যার রাজনীতির মাধ্যমে। তাঁরা ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। ২০১৩-১৪ সালে অসংখ্য মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। বিএনপি-জামাত হত্যার রাজনীতি ছাড়া অন্য কোন রাজনীতি বোঝেনা।

তিনি আরও বলেন, বিএনপি নামক সন্ত্রাসী সংগঠনটি যতদিন বাংলার মাটিতে থাকবে ততদিন এদেশের মানুষের কোন শান্তি থাকবে না, জুলুম হবে, অত্যাচার হবে, হত্যাকান্ড - ঘটবে।

সমাবেশে কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Link copied!