নড়াইলে শিক্ষক হেনস্তা : আজ খুলেছে সেই কলেজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৬, ২০২২, ০৫:০৫ পিএম

নড়াইলে শিক্ষক হেনস্তা : আজ খুলেছে সেই কলেজ

শিক্ষক হেনস্তার ৩২ দিন পর আজ খুলেছে নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ। প্রথম দিনে শুধু দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান হয়। তবে হেনস্তার শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে ফিরছেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছেন। 

মির্জাপুর কলেজের প্রধান অফিস সহকারী পাইলট খান জানান, ”কলেজে প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী রয়েছে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ চলাকালে গত ১৮ জুন ফেসবুকে মহানবী (সা.)-কে অবমাননার এক ঘটনায় অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে কলেজে জুতার মালা গলায় পরিয়ে পুলিশের সামনে লাঞ্ছিত করা হয়। এরপর কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ফরম পূরণ অব্যাহত ছিল। এখন পর্যন্ত ৯০ পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। কলেজ খোলার পর প্রস্তুতিমূলক পরীক্ষার তারিখ দেওয়া হবে “ 

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, নভেম্বরে এইচএসসির বোর্ড পরীক্ষা থাকায় বুধবার থেকে তাদের পাঠদান শুরু হবে। কয়েক দিনের মধ্যে বাকিদেরও পাঠদান শুরু হবে। 

Link copied!