আসছে বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতি ও সরকাপ্রধানের আগমন উপেলক্ষে রংপুর বিভাগের ৮ জেলায় তাই উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভায় ব্যাপক জনসমাগমের টার্গেট নিয়েছে রংপুর মহানগর ও জেলা শাখা আওয়ামী লীগ।
এছাড়া, বিভাগীয় আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে নেতাকর্মী ও সমর্থকদের পাশাপশি সাধারণ জনগণের যাতায়াতের জন্য রংপুরের আট রুটে ৮টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার রংপুর মহানগর শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তুষার কান্তি মণ্ডল বলেন, “আগামী বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জনসভা জনসমুদ্রে পরিণত হবে। ধারণা করছি, ১০ লাখেরও বেশি মানুষ জনসভায় অংশ নেবেন। সাধারণ মানুষের সমাবেশে অংশ নেওয়ার সুবিধার্থে আটটি রুটে ৮টি বিশেষ ট্রেন চলাচল করবে।” ভাড়াপ্রদান সাপেক্ষে নেতা-কর্মীরা এই ট্রেন সার্ভিস ব্যবহার করবেন বলেও তিনি জানান।
এদিকে, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার রংপুরের আট রুটে বিশেষ ৮টি ট্রেন চলবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে ৮টি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত ওই ট্রেনগুলো রংপুরে আসবে।
ট্রেনগুলো হলো-দিনাজপুর স্পেশাল, বোনারপাড়া স্পেশাল ট্রেন, বুড়িমারী স্পেশাল, পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল ও কুড়িগ্রাম স্পেশাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ আগস্ট রংপুর জনসভাকে ঘিরে তোরণ-ফেস্টুন-ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। সাড়ে চার বছরের বেশি সময় পর দলীয় সভাপতি রংপুরে আসছেন। দলের একটি সূত্র জানায়, রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন।