ফরিদপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৪:১৫ এএম

ফরিদপুরে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের কাছ থেকে ১ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মে) দুপুরে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন—রহিমা আক্তার, চাঁদনী বেগম, শারমিন আক্তার ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামে। গ্রেপ্তারের সময় ১৫ বস্তা ভাঙা ইট ও কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সুমিনুর রহমান বলেন, গত রবিবার সালথা থানার উপপরিদর্শক (এসআই) ও খারদিয়া এলাকার বিট কর্মকর্তা মো. নাজমুল এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিয়াকত হোসেন আসামি তারা মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছিলেন। ওই সময় স্থানীয় অন্তত ২০ জন নারী পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। তারা ২ ভাগে ভাগ হয়ে ২ পুলিশ কর্মকর্তাকে জাপটে ধরে আলাদা করে ফেলেন। ওই সুযোগ পালিয়ে যান তারা মিয়া।

তিনি আরও বলেন, পুলিশের ওই অভিযানে কোনো নারী পুলিশ সদস্য না থাকায় আসামি ছিনিয়ে নেওয়া সহজ হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় গত ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়। সেই মামলায় ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাদের কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

সুমিনুর জানান, তারা মিয়ার বাড়ি খারদিয়ার ছয়আনিপাড়ায়। তার বাবার নাম মো. মোফাজ্জেল মিয়া। তার নামে মোট ৪টি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত।

Link copied!